==========================================================================================================

Tuesday, December 15, 2015

Travel to Bandarban, Nilgiri, Sornomondir, Meghla,Chimbuk Pahar and many more- বান্দরবান, নীলগিরি স্বর্ণমন্দির, মেঘলা, শৈল প্রপাত, নীলাচল, মিলনছড়ি,চিম্বুক পাহাড়,নাফাখুম ঝরণা, সাঙ্গু নদী, তাজিংডং, কেওক্রাডং, বগালেক, ইত্যাদি ভ্রমণঃ

বান্দরবান জেলা পরিচিতিঃ

বান্দরবান জেলাকে বলা হয়ে থাকে বাংলাদেশের ছাদ। চট্টগ্রাম থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাহাড়ী শহর বান্দরবান অবস্থিত। বান্দরবান জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এর আয়তন ৪৪৭৯ বর্গ কিলোমিটার। প্রাকৃতিক সৌর্ন্দয, অবারিত সবুজের সমারোহ এবং মেঘে ছুঁয়ে দেখার ইচ্ছে যার আছে সে একবার হলেও বাংলাদেশের পাহাড়ী কন্যা বান্দরবান ঘুরে আসবে। এখানকার অপরূপ প্রকৃতি, মেঘ-পাহাড়ের গভীর মিতালি আর উপজাতীদের বিচিত্র  কঠিন পাহাড়ি জীবন আপনাকে নিঃসন্দেহে  মুগ্ধ করবে।
Bandarban

যেভাবে যাবেনঃ

ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান। অথবা ঢাকা থেকে সরাসরি বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে সরাসরি বান্দরবান যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস রয়েছে। যেমন এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বাস ছাড়ে ফকিরাপুর/ কমলাপুর রেল ষ্টেশনের বিপরীত কাউন্টার থেকে। ঢাকা থেকে বান্দরবান পযর্ন্ত ডাইরেক্ট নন এসি ভাড়া জনপ্রতিঃ ৬৫০-৭০০টাকা।
ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে বান্দরবান