==========================================================================================================

Sunday, December 13, 2015

Travel to Khagrachhari, Alutila,Vogoban Tila, Debota Pukur,Toyduchera Jorna and many more- খাগড়াছড়ি, আলুটিলা, ভগবান টিলা, দেবতা পুকুর, তৈদুছড়া ঝরনা ইত্যাদি ভ্রমণঃ

খাগড়াছড়ি শহর পরিচিতিঃ

চট্টগ্রাম বিভাগের তিন পাহাড়ি জেলার মধ্যে খাগড়াছড়ি একটি। পাহাড় আর সবুজের মিশেলে প্রকৃতি অকৃপণভাবে সাজিয়েছে এই খাগড়াছড়িকে। খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট আয়তন ২৭০০
বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। আসলে খাগড়াছড়ি ছোট একটি নদীর নাম। এই নদীর পাড়ে খাগড়া বন থাকায় এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। ১৭০০ সালে এই এলাটি কার্পাস মহাল নামে পরিচিত ছিল। ঢাকা হতে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে ২৬৬ কিলোমিটার ও চট্টগ্রাম হতে দূরত্ব হচ্ছে ১১২ কিলোমিটার। খাগড়াছড়ির  স্থানীয় নাম চেংমী। প্রকৃতি এ পাহাড়ি শহরকে সাজিয়েছে অপরূপ ভাবে, স্বতন্ত্র করেছে বিভিন্ন অনন্য বৈশিষ্ট্যে। এখানে রয়েছে আকাশ-পাহাড়ের মিতালী, চেঙ্গী ও মাইনী উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূ-ভাগ ও উপজাতীয় সংস্কৃতির বৈচিত্র্যতা। মহালছড়ি, দীঘিনালা, পানছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ।

Khagrachhari

কিভাবে যাবেনঃ

প্রাকৃতিক শোভামন্ডিত রূপনন্দিনী খাগড়াছড়িকে দেখতে আর জানতে পরিবহন ব্যবস্থা নিয়ে চিন্তার তেমন কোন কারণ নেই। রাজধানী ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বিভিন্ন বাস সমিতির আরামদায়ক বাস ছাড়ে প্রতিদিন গড়ে ১০-১৫টি। সাইদাবাদ, কমলাপুর, গাবতলী, ফকিরাপুল, কলাবাগান ও টিটি পাড়া থেকে টিকেট সংগ্রহ করে এস আলম,স্টার লাইন, শ্যামলী, সৌদিয়া, শান্তি স্পেশাল ও খাগড়াছড়ি এক্সপ্রেস যোগে খাগড়াছড়ি যাওয়া যায়। এছাড়া বিআরটিসি